Ridge Bangla

মার্কিন শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

মার্কিন শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, “আমরা আগামী প্রান্তিকে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ সভার প্রয়োজন রয়েছে। তাই অনুরোধ করছি, পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের অনুরোধ বিবেচনায় নেবেন।”

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডায় বাংলাদেশ পূর্ণ সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্রধান উপদেষ্টা চিঠিতে উল্লেখ করেন, “আমাদের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের তুলা, গম, ভুট্টা, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি বাড়ানো। এতে যুক্তরাষ্ট্রের কৃষকদের আয় ও জীবনমান উন্নত হবে।”

চিঠিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ক্ষেত্রে নন-ট্যারিফ বাধা কমানো হচ্ছে। শুল্কায়ন প্রক্রিয়া সহজ করতে মান পরীক্ষা, লেবেলিং সনদ ইত্যাদি নিয়মে ছাড় দেওয়া হচ্ছে। প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এই চিঠির পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরেও সরকারের পক্ষ থেকে পৃথক একটি চিঠি পাঠানো হবে।

আরো পড়ুন