রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্য শুল্ক আরোপের প্রভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় রপ্তানিকারকদের জন্য ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ প্রদানের পরিকল্পনা করেছেন। এই প্রস্তাব কংগ্রেসে পাঠানোর জন্য তিনি একটি বিল অন্তর্ভুক্ত করেছেন।
বুধবার (১৩ আগস্ট) ব্রাজিল প্রেসিডেন্টের এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। “সার্বভৌম ব্রাজিল” নামে পরিচিত এই পরিকল্পনাটি ব্রাসিলিয়ার প্লানাল্টো রাষ্ট্রপতি প্রাসাদে স্বাক্ষর অনুষ্ঠানের সময় চালু করা হয়েছে। এটি মূলত ৫.৫ বিলিয়ন ডলারের একটি ঋণ প্রকল্প।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা বলেন, “সঙ্কট দেখা দিলে আমরা ভীত, নার্ভাস এবং উদ্বিগ্ন হতে পারি না। নতুন জিনিস তৈরি করার জন্যই আমাদের সংকট তৈরি হয়। এই ক্ষেত্রে, অপ্রীতিকর বিষয় হল ব্রাজিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে কারণগুলি দেওয়া হয়েছে তা এখন বিদ্যমান নেই।”
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই ব্রাজিলিয়ান কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এর তীব্র সমালোচনা করেছেন।