তৃতীয়বার লড়ে অবশেষে দ্বিতীয়বার মার্কিন মসনদ জিতে নিলেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই এই জয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প ফলাফল ঘোষণার শুরু থেকে ছিলেন হাস্যোজ্জ্বল। ফ্লোরিডাতে ভোট দিয়ে বলেছিলেন, তার কাছাকাছি ভোটও কেউ পাবে না। সেটি প্রমাণ হলো ফলাফলে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে অতিক্রম করেছেন ২৭০ ইলেক্টোরাল ভোটের বিজয়রেখা, এখন পর্যন্ত তার ঝুলিতে ২৭৬ ভোট, যা আরও বাড়তে পারে। কারণ, ফলাফল পেতে বাকি আরও পাঁচটি অঙ্গরাজ্যের। ফলে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউস নিশ্চিত করেছেন ট্রাম্প।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকেলে ৩টার দিকে নিশ্চিত হয়ে যায় ফলাফল। মার্কিন গণমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়। এএফপি বলছে. বিজয়ের আগেই ফ্লোরিডায় উৎসবমঞ্চে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইতিহাস গড়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে গ্রেট আমেরিকা তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হর্ষোৎফুল্ল জনতার উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘একটি কারণে আজ রাতে আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি, আর সেই কারণটি হলো আমরা এমন এক বাধা অতিক্রম করেছি যা কখনো কেউ পার হতে পারেনি।’ ট্রাম্প আরও বলেন, ‘এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ আগে কখনো দেখেনি।’
আগে থেকে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছিল বিভিন্ন জরিপ, তা যেন জাদুর শিল্পে উড়িয়ে বিজয়ী হলেন ট্রাম্প। ধারেকাছে ঘেষতে দিলেন না কমলা হ্যারিসকে। ফল ঘোষণার শুরু থেকে ব্যবধান গড়েছিলেন তিনি। যদিও বেলা ১১টার দিকে ব্যবধান কমিয়ে আনেন কমলা। তবে, তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। হঠাৎই ফের ধস নামে দুপুর সাড়ে ১২টার পর। একের পর এক সুইং স্টেটগুলো জিতে এগিয়ে যেতে থাকেন ট্রাম্প। বড় ব্যাটেল ফিল্ডের মধ্যে নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার পর পেনসিলভানিয়াও জিতে নেন তিনি। এরপর জয় অনেকটা সুনিশ্চিত হয়ে যায় সাবেক এই প্রেসিডেন্টের। কারণ তখন ট্রাম্পের ২৬৬, আর কমলা ১৮৮। পরে আরও কয়েকটি অঙ্গরাজ্য জিতে কমলা কিছুটা ব্যবধান কমিয়ে আনেন। এরপর উইকনসিন ও উইয়োমিংয়ের ১০টি ইলেক্টোরাল জিতে ট্রাম্পের ঝুলিতে ২৭৬ ভোট পৌঁছে, আর নিউ হ্যাম্পশায়ারের চারটি জিতে কমলার ২২৩।
নির্বাচনি জরিপের শুরুতে ২০টি অঙ্গরাজ্যে ট্রাম্প জেঁকে বসেছিলেন। সেই অঙ্গরাজ্যগুলোতে জিতেছেন তিনি। অন্যদিকে কমলাও তার এলাকাগুলো জিতেছেন। তবে, সুইং স্ট্রেটগুলোতে ট্রাম্প বুঝিয়ে দিলেন তার জনপ্রিয়তা।
এখন যেসব অঙ্গরাজ্যের গণনার ফল মেলেনি, তার মধ্যে আছে—নেভাডা (৬), অ্যারিজোনা-১১, আলাস্কা (৩), মিশিগান (১৬), মাইনে (৪)। এরমধ্যে তিনটি অঙ্গরাজ্য সুইং এবং এতে আছে ৩৩ ভোট। আর বাকি তিনটির মধ্যে আগে থেকে কমলার দিকে ঝুঁকে থাকা মেইন (৪) এবং ট্রাম্পের দিকে ঝুঁকে থাকা আলাস্কার (৩) ফলাফল আসতে এখনও বাকি।