বলিউডের কালজয়ী সিনেমা ‘ডন’ (১৯৭৮)-এর পরিচালক চন্দ্র বরোত আর নেই। রোববার (২০ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবার সূত্রে জানা যায়, চন্দ্র বরোত দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চন্দ্র বরোত বলিউড ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবির জন্য। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এ ছবির সংলাপ, গান ও চরিত্র আজও সমান জনপ্রিয়। ছবিটির ব্যাপক সাফল্য পরবর্তী সময়ে শাহরুখ খানকে নিয়ে তৈরি রিমেক ‘ডন’ এবং আসন্ন ‘ডন ৩’-এর ভিত্তি তৈরি করে।
‘ডন’ পরিচালনার আগে তিনি ‘ইয়াদগার’ ও ‘শোর’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তবে ‘ডন’-এর মাধ্যমেই তিনি সর্বাধিক পরিচিতি পান।
চন্দ্র বরোতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক ফারহান আখতার, যিনি ২০০৬ সালে ‘ডন’ ছবির রিমেক পরিচালনা করেছিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ফারহান লিখেছেন, “একজন দূরদর্শী চলচ্চিত্র নির্মাতাকে বিদায়। তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল রয়ে যাবে।”
চলচ্চিত্রপ্রেমীরা মনে করেন, চন্দ্র বরোত তার সৃষ্টিশীলতার মধ্য দিয়ে বলিউডে চিরকাল বেঁচে থাকবেন।