Ridge Bangla

মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় বিড়ম্বনায় পাইলট মুনতাসির

জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান ভুলক্রমে তার মায়ের পাসপোর্ট নিয়ে যাত্রা করায় আটকা পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “ক্যাপ্টেন মুনতাসির ফ্লাইট পরিচালনার সময় ভুলক্রমে নিজের পাসপোর্টের পরিবর্তে মায়ের পাসপোর্ট ব্যবহার করেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।”

এ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, যখন বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ক্যাপ্টেন মুনতাসির জেদ্দায় পৌঁছান। ইমিগ্রেশন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্যার বিষয়টি শনাক্ত করেন।

বিমান সূত্র জানায়, এটি পাইলটদের মধ্যে একক ঘটনা নয়। দুই বছর আগে এক পাইলট ভিভিআইপি ফ্লাইট পরিচালনার সময় দোহায় পাসপোর্ট ছাড়া আটকা পড়েন। ওই ঘটনায় তাকে অন্য ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট চালান এবং হিথরো বিমানবন্দরে আটক হন। পরে তাকে ফেরত পাঠানো হয়।

বিমান বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্ট বা আইডি কার্ড সংক্রান্ত এ ধরনের ভুল দেশের ভিসা ও আন্তর্জাতিক বিমান আইন অনুসারে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই বিমানচালক ও ক্রু সদস্যদের ন্যূনতম সতর্কতা অবলম্বন করা জরুরি। এ ঘটনায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করেছে এবং পাইলটকে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন