Ridge Bangla

মায়ের কবরের পাশে শায়িত মিটফোর্ডে নিহত সোহাগ, পরিবারের নিরাপত্তা ও বিচার দাবি

ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে তার গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার রাতে তার মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন সোহাগকে শেষবারের মতো দেখতে। কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। পরিবারের সদস্যরা দাবি করেন, ব্যবসা দখল ও চাঁদা হিসেবে দাবি করা দুই লাখ টাকা না দেওয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি দিতে হবে।” একইসঙ্গে তারা নিহতের পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

তাদের অভিযোগ, হত্যা মামলার এজাহারে যাদের নাম ছিল, পুলিশ তাদের বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করেছে। স্বজনরা জানেন না কীভাবে এজাহার পরিবর্তিত হলো। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকৃত খুনিদের বাঁচাতে ষড়যন্ত্র হচ্ছে।” তারা আরও বলেন, “যদি কোনো প্রভাবশালী ব্যক্তি খুনিদের রক্ষা করতে চায়, তারও বিচার হওয়া উচিত।”

পরিবার ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে এমন নির্মম হত্যাকাণ্ড আর কোনো পরিবারকে দেখতে না হয়।

আরো পড়ুন