Ridge Bangla

মায়ের উপর করা নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এক মাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার ছেলে ও তার পুত্রবধূসহ মোট পাঁচজনকে আটক করে হেফাজতে নিয়েছে যৌথবাহিনী।

গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে সাঁথিয়া উপজেলার হাপানিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাদের পাঁচজনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলাতেই তাদেরকে আটক দেখানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—ছেলে নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক টিপু মিয়া (২৫) ও মিনার হোসেন (৩০) এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুত্রবধূ সোনালী প্রথমে শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) মাটিতে ফেলে মারধর করেন। এরপর ভুক্তভোগীর ছেলে নজরুল নিজ মায়ের গলা চেপে ধরে মাটিতে আছাড় মারেন এবং লাথিও মারেন। বৃদ্ধা অসহায়ভাবে চিৎকার করতে থাকলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ঘরে অনেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি করেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এই বিষয়ে বলেছেন, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্তে ঘটনাস্থলে গেলে প্রথমেই স্থানীয়দের বাধার মুখে পড়ে। পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়। সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাটি ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন