Ridge Bangla

মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিয়োগে ৫ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা নিয়োগের জন্য সরকার পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২২(৭) অনুযায়ী বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তার নিয়োগের সুপারিশের জন্য গভর্নর, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে নিম্নোক্ত ৫ (পাঁচ) সদস্যের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন—

  • আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ (ড্রাফটিং) এর অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন
  • ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন. কে. এ. মবিন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল
এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন