Ridge Bangla

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০ জন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মঞ্চের সামনে বেলুন বিতরণের সময় হঠাৎ একসঙ্গে কয়েকটি বেলুন বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা বেশ কয়েকজন আগুনে পুড়ে যান। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পরপরই অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কর্তৃপক্ষ জানায়, বেলুন বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুনের গ্যাসে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে দুর্ঘটনার পরেও অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রম নিয়ন্ত্রিত পরিবেশে চলমান থাকে। আয়োজকরা জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন