বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ রোববার (১৭ আগস্ট) চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ শুনানি পরিচালনা করছেন। এর আগে ৬ আগস্ট মামলার চতুর্থ ও পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে থাকা আবু সাঈদ হত্যার ঘটনায় ইতোমধ্যে এক শিক্ষার্থী ও একজন সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। আরও কয়েকজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধেই প্রথম মামলা দায়ের করা হয়। বর্তমানে আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে আদালতে হাজির আছেন। অন্যদিকে শেখ হাসিনা ও কামাল পলাতক।