Ridge Bangla

মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত অর্ধশত

মাদারীপুরের রাজৈর উপজেলায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজি ফোটানো নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুটপাটের ঘটনাও ঘটে প্রায় ১০-১২টি দোকানে।

ঘটনার খবর পেয়ে রাজৈর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে রাজৈর থানার ওসি ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংঘর্ষে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন