মাদক বিক্রেতার কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
সোমবার (৭ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে জারি করা এক আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন—পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান। এরা সবাই টাঙ্গাইল জেলা কার্যালয়ের দায়িত্বে ছিলেন।
অধিদপ্তরের আদেশে বলা হয়, গত ১৮ জুন বাহাদিপুর এলাকায় পরিচালিত একটি অভিযানে ছালেহা বেগম নামের এক নারী মাদক বিক্রেতার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগটি তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানে অংশ নেওয়া ওই তিন কর্মকর্তা ছালেহা বেগমের বাড়ি থেকে প্রায় ৯ লাখ টাকা নিয়ে আসেন বলে অভিযোগ উঠে। অভিযোগ পাওয়ার পর তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বরখাস্ত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভেতরে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।