পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। এর আগে টি-টোয়েন্টি সিরিজ জিতে উড়ছিল পাকিস্তান। ওয়ানডে সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ম্যাচে জয়ী দল সিরিজ জিতবে। কিন্তু এই ম্যাচেই মাত্র ৯২ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় পাকিস্তান, যা তাদের ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে (২০২ রান) হার। পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে ফিরেন, যা ব্যাটিং বিপর্যয়কে চরমে পৌঁছে দেয়।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৯৪ রান তোলে। অধিনায়ক শাই হোপ ৯৪ বল খেলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রান করেন, যা তার ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে ১১০ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন।
২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে শুরুতেই। তৃতীয় বলেই আউট হন সাইম আইয়ুব, এরপর ৮ রানেই ফিরেন আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান—তিনজনই শূন্য রানে আউট। শেষ পর্যন্ত ২৯.২ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় দলটি। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ক্যারিয়ারসেরা বোলিং করে ১৮ রানে ৬ উইকেট নেন।
এর ফলে প্রায় সাড়ে তিন দশকের অপেক্ষা শেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা। এর আগে ১৯৯১ সালে তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল। টানা ১০টি ওয়ানডে সিরিজে হারের পর এবার ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।