Ridge Bangla

মাত্র ৩০ কোটির বাজেট, আয় ১৫০ কোটি! কী আছে ‘আভেশাম’-এ?

মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত একটি মালয়ালম সিনেমা এখন ভারতীয় বক্স অফিসে চমক সৃষ্টি করেছে। সিনেমাটির নাম ‘আভেশাম’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম তারকা ফাহাদ ফাসিল। মুক্তির পর থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে ১৫০ কোটিরও বেশি আয় করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

‘আভেশাম’ পরিচালনা করেছেন জিতু মহাদেবান, যিনি এই অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। সিনেমাটির প্রাণ ফাহাদ ফাসিলের অভিনয়। তাকে দেখা গেছে এক অনন্য গ্যাংস্টার চরিত্রে, যা দর্শকদের কাছে এসেছে সম্পূর্ণ নতুন রূপে। তার রঙিন পোশাক, ব্যতিক্রমী সংলাপ ও স্বতন্ত্র বডি ল্যাঙ্গুয়েজ এই চরিত্রকে করেছে দর্শকপ্রিয়।

এছাড়াও সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে চমৎকার চিত্রনাট্য, গতি ও নির্মাণশৈলী, ঝরঝরে সম্পাদনা, এবং হাস্যরসের অভিনব উপস্থাপনার জন্য। গল্পে যেমন গ্যাংস্টার দুনিয়ার রসায়ন রয়েছে, তেমনি কমেডির ছোঁয়ায় তা আরও উপভোগ্য হয়ে উঠেছে।

মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকরা একে “ফান-ফুল এক্সপেরিয়েন্স” আখ্যা দিয়েছেন।

সব মিলিয়ে বলা যায়, ‘আভেশাম’ প্রমাণ করে দিয়েছে—উৎকৃষ্ট গল্প, শক্তিশালী অভিনয় ও মজবুত নির্মাণ থাকলে কম বাজেটের সিনেমাও বড় সাফল্য এনে দিতে পারে। বর্তমানে এটি মালয়ালম চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন