Ridge Bangla

মাতৃত্বকালীন বিরতির পর দীপিকা ফিরছেন পর্দায়

মাতৃত্বকালীন দীর্ঘ বিরতির পর আবারও বলিউড পর্দায় ফিরছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকে প্রাধান্য দেওয়ার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রাখেছিলেন এই অভিনেত্রী। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরে আসছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকা অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। শুটিংয়ের কাজ টানা ১০০ দিন ধরে চলবে এবং নভেম্বরে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দীপিকা ও আল্লু অর্জুন ছাড়াও ছবিতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। দর্শকদের জন্য ছবিতে কিছু চমকও রাখা হয়েছে। এছাড়া দীপিকাকে কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে, যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হবে।

কাজের সময় এবং শিডিউল নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো সমস্যা তৈরি হয়নি। মা হওয়ার পর দীপিকা শর্ত রেখেছিলেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পরিচালক পুরোপুরি এই শর্ত মেনে চলছেন এবং শুটিং পরিচালনায় সমন্বয় করছেন।

মাতৃত্বকালীন বিরতির পর এই ছবিই হবে দীপিকার বড় পর্দায় প্রত্যাবর্তনের সূচনা। তার অভিনয়, রসায়ন এবং দর্শকের সঙ্গে সংযোগ আবারও পর্দায় জাগ্রত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই প্রজেক্ট দীপিকার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। দীপিকার প্রত্যাবর্তন এবং এই বিশাল প্রজেক্ট নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন