চলতি বছর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়ার দলগুলোর বৃহত্তর এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সরাসরি খেলা দেখতে আসা দর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টেডিয়ামে খেলার দিন প্রবেশের শর্তাবলী:
১। বিসিবির নিয়মকানুন এবং স্পনসরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
২। স্টেডিয়াম প্রাঙ্গণ ও স্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ/লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার ক্যামেরা, লাঠি সহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত বোতল, কাচের বোতল, বাঁশি এবং নিরাপত্তা কর্মীদের বিবেচনায় বিপজ্জনক জিনিসপত্র প্রবেশ নিষিদ্ধ।
৩। স্টেডিয়াম প্রাঙ্গণ ও স্ট্যান্ডে ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়।
৪। ঝুঁকিপূর্ণ বা হুমকিস্বরূপ মনে হলে বিসিবি দর্শকের প্রবেশে বাধা দিতে বা উচ্ছেদ করতে পারবে।
৫। বাইরের খাবার ও পানীয় আনা যাবে না, নিরাপত্তা কর্মীরা এসব আটক করতে পারবেন।
৬। অননুমোদিত ব্র্যান্ডিং নিষিদ্ধ।
৭। ক্রিকেটে দুর্নীতিমূলক কার্যকলাপ প্রতিরোধে বিসিবি দোষীদের আইনের কাছে সোপর্দ করবে।
৮। বাজি স্টেডিয়াম প্রাঙ্গণে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
৯। বাজি বা দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হবে।
১০। স্টেডিয়ামের সব স্ট্যান্ড ধূমপানমুক্ত এলাকা।
১১। প্রতিটি দর্শক আইসিসির বৈষম্যবিরোধী নীতি মানতে বাধ্য।
১২। জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, জাতীয়তা, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক বা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অপমান, হুমকি বা বৈষম্যমূলক আচরণ করলে বহিষ্কার ও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।
তাই বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা সরাসরি মাঠে গিয়ে দেখতে হলে দর্শকদের উপরোক্ত ১২টি নির্দেশনা মেনে চলতে হবে।