উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর এখনো খোঁজ মেলেনি তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবকের। বুধবার (২৩ জুলাই) রাত পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানান, নিখোঁজদের পরিবার বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এখন পর্যন্ত ওই তিন শিক্ষার্থী ও দুই অভিভাবকের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং পরিচয় নিশ্চিত করতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বুধবার সারাদিন ধরে কমিটির সদস্যরা ধারাবাহিক বৈঠক করে এবং সম্ভাব্য সকল তথ্য সংগ্রহে কাজ চালিয়ে যান।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে এখনও ৬টি অজ্ঞাত মরদেহ রয়েছে, যেগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব পরিবারের সদস্য নিখোঁজ রয়েছেন, তাদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর মালিবাগ কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে। নমুনা সংগ্রহ হলে দ্রুত মিলিয়ে পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া শুরু হবে।
স্কুল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে এখনও আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিভাবকেরা নিখোঁজদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন।