উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এই ঘটনার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দিয়েছেন এক আবেগঘন বার্তা, যেখানে সবাইকে এক হয়ে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
ফারিণ তার স্ট্যাটাসে লেখেন, “আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা এক হয়ে দোয়া করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য। যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে। প্রার্থনা করি সেই পরিবারগুলোর জন্য, যারা তাদের আদরের সন্তানদের হারিয়ে শোক আর শূন্যতায় ভুগছেন। বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ যারা নিঃস্ব হয়ে গেছেন।”
আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লেখেন, “সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে, দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে জাগিয়ে তোলে, যেন আমরা নিরাপত্তা নিশ্চিত করার দায় নিতে শিখি। দায়িত্ববোধে জাগ্রত হই।”
তার এই পোস্টে অসংখ্য ভক্ত ও অনুসারী শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। বিনোদন জগতের তারকারাও সাধারণ মানুষের মতোই এই ঘটনার গভীরতায় বিচলিত হয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।