Ridge Bangla

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চোং সি জ্যাক। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির পর আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ দিতে ডা. চোং সি জ্যাক এসেছেন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত এবং তার আগমনকে বাংলাদেশ-সিঙ্গাপুর স্বাস্থ্যখাত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া বুধবার (২৩ জুলাই) আরও তিনজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। তারা হলেন সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান। এই মেডিকেল টিমটি মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে। একইসাথে বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্যখাতের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী ও কর্মী হতাহত হন। সরকারের পক্ষ থেকে দেশি ও আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে দ্রুত ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে।

আরো পড়ুন