রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুমা (৩৮) শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিস সহকারী ছিলেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি বিগত পাঁচ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
একইদিন সকালে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ। এর আগে শুক্রবার (২৫ জুলাই) সকালে ও দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় আরও দুই শিক্ষার্থী—দশ বছর বয়সী আইমান ও তেরো বছর বয়সী মাকিন। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত অবস্থায় এখনো রাজধানীর সাতটি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি।
মৃতদের মধ্যে—
-
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে: ১৭ জন
-
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ): ১৫ জন
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক): ১ জন
-
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: ১ জন (অজ্ঞাতনামা)
-
ইউনাইটেড হাসপাতালে: ১ জন
এই মর্মান্তিক দুর্ঘটনায় জাতি শোকাহত। তদন্ত চলছে এবং দগ্ধদের চিকিৎসা ও সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।