Ridge Bangla

মাইলস্টোনে উদ্ধারকাজ শেষ ঘোষণা ফায়ার সার্ভিসের

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত এবং অন্তত ১৭১ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হওয়ার ঘোষণা দেয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই তাদের ৯টি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবাহিনীর ধ্বংসাবশেষ সরানোর শেষ মুহূর্ত পর্যন্ত একটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে সেই ইউনিটও ফিরে আসে, অর্থাৎ পুরো উদ্ধার অভিযান শেষ হয়।

ঘটনার ক্রম অনুযায়ী, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের পাশের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। আঘাতের সঙ্গে সঙ্গেই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

আইএসপিআর জানায়, দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন এবং ১৭১ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, বিমানবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করেন। এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন