Ridge Bangla

মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা আসছে ২০২৬ সালে

পপ সঙ্গীতের ইতিহাসে অমর এক নাম মাইকেল জ্যাকসন। এবার তার জীবনের গল্পই উঠে আসছে বড় পর্দায়। বহুল প্রতীক্ষিত এই বায়োপিকের নাম ‘Michael’, যেটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘ট্রেনিং ডে’ খ্যাত হলিউড নির্মাতা অ্যান্টইন ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’-এর লেখক জন লোগান। প্রযোজনায় আছেন ‘বোহেমিয়ান র্যাপসোডি’ খ্যাত গ্রাহাম কিং, যিনি আগেও সংগীত কিংবদন্তিদের জীবন নিয়ে দর্শক মাতিয়েছেন।

সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো, মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার আপন ভাইপো জাফর জ্যাকসন। এতে আরও বাস্তবতা যুক্ত হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। মাইকেলের শৈশব, ‘জ্যাকসন ফাইভ’-এর জনপ্রিয়তা, একক ক্যারিয়ারের রূপান্তর, আন্তর্জাতিক খ্যাতি, ব্যক্তিগত সংগ্রাম ও বিতর্ক এবং তার মৃত্যুর আগ পর্যন্ত ঘটনাগুলো সিনেমায় উঠে আসবে।

প্রথমে ২০২৫ সালের অক্টোবরে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু দৃশ্য পুনর্ধারণ ও দীর্ঘ সম্পাদনার কারণে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করা হয়। এমনকি প্রথমে সিনেমাটি দুই পর্বে মুক্তির পরিকল্পনাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত একক ছবিই চূড়ান্ত করা হয়।

‘মাইকেল’ কেবল একজন শিল্পীর জীবনী নয়—এটি এক যুগ, এক বিপ্লব, এক কিংবদন্তির গল্প—যার নাচ, কণ্ঠ এবং ক্যারিশমা আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন