মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন যদি ইউক্রেনে হামলা করেন, তাহলে তিনি মস্কোয় বোমা ফেলবেন। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা ফেলবেন বলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হুমকি দিয়েছিলেন তিনি।
গত বছর নির্বাচনী প্রচারের সময় ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এসব মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন। সেই বৈঠকের একটি অডিও ক্লিপ তাদের হাতে এসেছে।
এদিকে, রয়টার্স জানায়, ইউক্রেনে এক রাতেই রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইউক্রেন দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা চললেও তা এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। কিয়েভ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতি গ্রহণ করলেও মস্কো এখনো তাতে সাড়া দেয়নি।
সম্প্রতি পেন্টাগন ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে ট্রাম্প নতুন ঘোষণায় সেই সহায়তা পুনরায় চালু করার নির্দেশ দেন। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত ও জরুরি সহায়তা নিশ্চিত করা যায়।