Ridge Bangla

মসজিদের টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মসজিদের জন্য বরাদ্দ পাওয়া টিউবওয়েল স্থাপন না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মো. আল-আমিন হাওলাদার উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জেলা পরিষদ থেকে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিষ্ণুকাঠি গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকার চেক ইস্যু করা হলেও এখন পর্যন্ত টিউবওয়েল স্থাপন হয়নি।

মসজিদ কমিটি ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউপি সদস্য বরাদ্দের টাকা উত্তোলনের পর তা কাজে না লাগিয়ে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কাজ শুরু করার ক্ষেত্রে বিলম্ব করছেন।

এ বিষয়ে আল-আমিন হাওলাদারের সাথে কথা হলে তিনি বলেন, কিছু উপকরণ কেনা হলেও মসজিদ কমিটি এখনো টিউবওয়েল স্থাপনের জায়গা নির্ধারণ করে না দেওয়ায় কাজ শুরু করা যায়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন