Ridge Bangla

“মরে গেলে কেউ আফসোস করবেন না”: আক্ষেপ নিয়ে অভিনেত্রী মৌ শিখার স্ট্যাটাস

টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী মৌ শিখা সম্প্রতি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে তিনি কাজ না পাওয়ার হতাশা, শিল্পী হিসেবে অবমূল্যায়ন, ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরেছেন।

শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডি ‘রওশন আরা বেগম’ থেকে দেওয়া পোস্টে মৌ শিখা লেখেন, “আমি মৌ শিখা। অনেক বছর ধরে অভিনয় করে আসছি। আগে যেখানে মাসে ১৫–২০ দিন কাজ করতাম, এখন আড়াই মাসে মাত্র ৪–৫ দিন কাজ হচ্ছে। এ অবস্থায় নিজেকে অভিনেত্রী বলতে লজ্জা লাগে।”

তিনি উল্লেখ করেন, অভিনয়ের আয়ে সংসার চলে। কিন্তু বর্তমানে কাজ না থাকায় তার জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বেঁচে থাকতে হয়তো কেউ আমার কদর করবেন না, কিন্তু মরে গেলে হয়তো কেউ বলবেন, আহারে মহিলা তো কত ভালো ছিল! কিন্তু তখন আর এসব আমার কোনো কাজে আসবে না।”

পরিচালকদের প্রতি প্রশ্ন রেখে বলেন, “ডিরেক্টররা কেন এখন আর ডাকেন না? আমি তো পারিশ্রমিক বাড়াইনি। ২৫ বছর ধরে মিডিয়ায় আছি, তাহলে কাজ কমে গেল কেন?”

সবার প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আপনারা পাশে থাকুন, একজন শিল্পীর জন্য হঠাৎ কাজ কমে যাওয়া চরম কষ্টের।”

এই স্ট্যাটাসের পর শিল্পী সমাজ ও দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে তার পোস্টে মন্তব্য করে তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানান ও পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, মৌ শিখা অভিনীত ‘জমজ ভূতের গল্প’ নামে একটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, যার শুটিং বহু আগে শেষ হলেও তা প্রেক্ষাগৃহে আসেনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন