Ridge Bangla

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে চব্বিশের জুলাই আন্দোলনে আহত এক যুবকের সঙ্গে পরিবহন শ্রমিকের বাগবিতণ্ডার জেরে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার রাতে চন্দ্রা এলাকায় ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের সঙ্গে ওই যুবকের কথাকাটাকাটিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এনসিপি নেতাকর্মী ও জুলাই আন্দোলনকারীরা মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেন এবং শ্রমিকরা দীঘারকান্দা বাইপাস এলাকায় পাল্টা কর্মসূচি নেন। এতে দুপুর থেকে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকেলে জেলা প্রশাসন, এনসিপি ও শ্রমিক নেতাদের বৈঠকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাস চলাচল আংশিকভাবে শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “এনসিপির চার দফা দাবি আমরা মেনে নিতে প্রস্তুত ছিলাম। তবে তারা কিছু বাস জব্দের দাবি তোলে, যা আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়।”

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, “প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে। ঢাকার পরিবহন মালিক সমিতি স্থানীয় সিদ্ধান্তে সম্মতি দেয়নি বলেই কিছু রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।”

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত। ময়মনসিংহ শহর ও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন