Ridge Bangla

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।

ঘটনার পর পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি টিপু সুলতান। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন