Ridge Bangla

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত সুমন মিয়া ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, সুমনের মাথা, ঘাড় ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ভবনটির লিফট স্থাপনের কাজ চলছিল এবং পুরো জায়গাটি ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে দুর্ঘটনায় সুমনের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের স্ত্রী ময়না আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে এক ব্যাংক কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালাতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে ওই কর্মকর্তাকে নিয়ে আসার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি ভেঙে পড়েন। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন