Ridge Bangla

মন দিয়ে মানুষ ছোঁয়া যায় না: জয়া আহসান

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর। উপন্যাসের ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি ছবির ট্রেলার উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপন্যাসের বিখ্যাত সংলাপ “শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?” উদ্ধৃত করে জয়াকে প্রশ্ন করা হয়, তিনি কি মনকে বেশি গুরুত্ব দেন? জয়ার রসিক উত্তর ছিল, “মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়েই মন ছোঁতে হয়। আমার জীবনে মন আর শরীর দুটোরই সমান ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস, কুসুমের ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য।”

চলচ্চিত্রটির পরিচালক সুমন মুখোপাধ্যায় জানান, ১৫ বছর আগে ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্রের পরিকল্পনা শুরু হলেও নানাবিধ কারণে এর নির্মাণ ও মুক্তি দীর্ঘসূত্রিতায় পড়ে। কখনো উপন্যাসের স্বত্বসংক্রান্ত জটিলতা, কখনো প্রযোজকের সংকট, আবার কখনো বৈশ্বিক মহামারিতে পিছিয়ে যায় কাজ। তবে তিনি মনে করেন সময়টা একেবারে বৃথা যায়নি। “এই সময়টায় দেশে-বিদেশে ঘুরে বহু জায়গার ফুটেজ সংগ্রহ করেছি, যা পরবর্তীতে শুটিংয়ে কাজে এসেছে,” বলেন সুমন।

চরিত্র ও গল্পের প্রসঙ্গে পরিচালক বলেন, “সমাজ যতই বদলাক, মানুষের পুতুল হয়ে থাকার প্রবণতা আজও কমেনি। যেমন গল্পের শশী নিজের গ্রাম ছাড়তে পারেনি, তেমনই আমিও এতদিন সিনেমাটিকে আলোর মুখ দেখাতে পারিনি।”

ছবিতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রকাশের ৯০ বছর পূর্তিতে মুক্তি পাচ্ছে।

আরো পড়ুন