Ridge Bangla

মন্দিরার ক্রাশের সঙ্গে অভিনয়, ‘নীলচক্র’ নিয়ে উচ্ছ্বসিত!

প্রথম ছবি ‘কাজল রেখা’–র মুক্তির আগেই দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন ছবির নাম ‘নীলচক্র’, যেখানে তার বিপরীতে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

‘নীলচক্র’ সিনেমায় ‘রাইমা’ চরিত্রে অভিনয় করছেন মন্দিরা। আরিফিন শুভর সঙ্গে অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বসিত মন্দিরা বলেন, “আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের বিশাল ভক্ত আমি। ছোটবেলা থেকেই ওনাকে সিনেমায় দেখেছি, ভালো লেগেছে। এখন তার বিপরীতে অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সেটে তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি।”

প্রথম ছবির মুক্তির আগেই দ্বিতীয় প্রজেক্টে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, “‘কাজল রেখা’ শেষ করার পর অনেক কাজের প্রস্তাব পেয়েছি। তবে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেছিলেন, প্রথম সিনেমার আগে যেন আর কোনো ছবিতে না যাই। আমি তার সম্মান রেখেই অপেক্ষা করেছি। এখন প্রথম সিনেমার মুক্তির দিন ঠিক হয়েছে, তাই নতুন প্রজেক্টে হাত দিয়েছি।”

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা, যা তার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

একদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘কাজল রেখা’, অন্যদিকে শুটিং চলমান ‘নীলচক্র’—এই দুই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন, নতুন প্রজন্মের এই অভিনেত্রী বড়পর্দায় কেমন ছাপ ফেলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন