Ridge Bangla

মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন রিকশাচালক সুজন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের প্রতীকী স্যালুট দিয়ে পরিচিত রিকশাচালক মোহাম্মদ সুজনের নাম এই তালিকায় নেই। ফলে ঢাকা–৮ আসনে এনসিপির মনোনয়ন থেকে বঞ্চিত হলেন তিনি।

মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় তীব্র হতাশা ব্যক্ত করে সুজন বলেন, তাকে দল কোনোভাবেই সিদ্ধান্ত সম্পর্কে জানায়নি। তার ভাষায়, “হারা–জেতা আছেই। আমাকে নমিনেশন দেয় নাই, তাই আর প্রচারণায় নামব না। যদি দিত, তাহলে অবশ্যই মাঠে নামতাম।” তিনি জানান, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গরিব জনগণ তাকে এমপি হিসেবে দেখতে চেয়েছিল। “গরিবরা ১২ বছর কিছু পায়নি, বঞ্চিত হয়েছে। তাই ওরাই সুজনকে চেয়েছিল।”

তিনি আরও বলেন, ঢাকা–৮ আসনে জুলাই আন্দোলনের তিনজন নেতার প্রার্থী হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং ভোট বিভাজনের আশঙ্কাও ছিল। “আমি গরিব মানুষের কষ্ট বুঝি। সংসদে গেলে গরিবের এমপি হতে পারতাম। মানুষ আজও আমাকে গরিবের এমপি বলে।” মন্তব্য করেন সুজন। অন্য কোনো দলে যাওয়ার ইচ্ছা বা দাবি নেই জানিয়ে সুজন বলেন, “৫ আগস্ট আমরা রাজনৈতিক পরিবর্তন করেছি। জনগণ যা চায়, সেটা আগে দিতে হবে।”

নিজের পেশাগত জীবনের কথা বলতে গিয়ে জানান, তিনি বর্তমানে নগর ভবনে মাস্টার রোলে কাজ করেন। “চাকরি করলে টাকা, না করলে নেই। রিকশা চালানো ছেড়ে দিয়েছি, চাইলে আবার চালাতে পারি।” গত ২০ নভেম্বর তিনি ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তখনই এনসিপির নেতারা তাকে সমর্থন জানিয়েছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন