Ridge Bangla

মনের মতো কাউকে পাচ্ছি না বিয়ে করার জন্য: পারশা মাহজাবীন পূর্ণি

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি বর্তমানে তার ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পারশাকে ঘিরে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে বিয়ে বা জীবনসঙ্গী নির্বাচন নিয়ে সবসময়ই প্রশ্ন আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পারশা জানালেন, “আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেছি।”

তিনি আরও যোগ করেন, “আমি ধরাবাঁধা কোনো নিয়মে নেই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, এমনটা নয়। যদি এমন হয় যে, এমন কারো সঙ্গে ভালো ম্যাচিং হয়ে যায়, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তবে নতুন করে ভাববো।”

শুধু সংগীতে সীমাবদ্ধ থাকেননি পারশা। অভিনয়েও তিনি অবাধ বিচরণ করছেন। ‘লাভ লাইন’ নাটকে কাজ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। এরপর ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে তাকে দেখা গেছে। চলচ্চিত্রে কাজের বিষয়ে পারশা বলেন, “ক্যারিয়ারের শুরু থেকেই নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছি, কিন্তু এখনই বড় পর্দায় কাজ করতে আগ্রহী নই। আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা শেখা প্রয়োজন। নাটক থেকেই শিখে একসময় সিনেমা করব। কোনো কিছু নিয়েই তাড়াহুড়া নেই।”

পারশার মনোভাব প্রমাণ করে, ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার ওপর তার বিশেষ গুরুত্ব রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন