বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তবে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না, কিংবা চিকিৎসা শেষে রাতেই বাসায় ফেরানো হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় কারাবন্দি থাকার ফলে তার চিকিৎসা ব্যবস্থা বাধাগ্রস্ত হয় বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান। সেখানে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন।
লন্ডনে ১৭ দিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি বড় ছেলে তারেক রহমানের কিংস্টোনের বাসায় ওঠেন। তবে চিকিৎসকরা সে সময় জানান, বয়সজনিত কারণে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেওয়া যায়নি।
পরবর্তীতে, চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। ফেরার পর থেকে তাকে নিয়মিতভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। সর্বশেষ এই হাসপাতাল যাত্রা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।