Ridge Bangla

মধ্যরাতে বধূবেশে চমকে দিলেন নুসরাত ফারিয়া!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হঠাৎ করেই বিয়ের সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি বধূবেশী ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ছিল হাতে মেহেদি পরার মুহূর্তের একটি ভিডিও।

ছবিগুলোতে দেখা যায়, শুভ্র সাদা লেহেঙ্গায় অপূর্ব এক কনে রূপে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। স্টোন ও সুতার কাজ করা লেহেঙ্গাটির সঙ্গে ছিল হালকা রুপালি রঙের লেইস, যা পুরো পোশাকটিকে আরও ঝলমলে করে তুলেছে। ফারিয়ার সাজে ছিল ভারী পুতির গয়না, স্টোন বসানো নেকপিস ও কানের দুল। মাথায় ছিল গাঁথা ফুলের গাজরা, যা তার সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।

মেকআপে ছিল গ্ল্যামারাস অথচ ন্যাচারাল লুকের ছোঁয়া। পুরো সাজে ফারিয়াকে যেন এক নববধূর রূপেই মনে হয়েছে।

এর আগে তিনি লাল রঙের পোশাকে মেহেদি পরা হাতে আরও একটি ছবি পোস্ট করেছিলেন। পাশাপাশি একটি ভিডিওতে দেখা যায়, গোলাপি সালোয়ার কামিজ পরে হাতে মেহেদি পরছেন তিনি। চুলে ছিল বেনী, কানে ঝুলছিল ভারী দুল—স্নিগ্ধ এই লুকও দর্শকদের নজর কেড়েছে।

নেটিজেনরা ইতিমধ্যেই মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তবে ফারিয়ার হঠাৎ এমন বধূবেশ নিয়ে গুঞ্জন উঠেছে—বিয়ে করছেন কিনা! যদিও অভিনেত্রী নিজে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

ধারণা করা হচ্ছে, এটি তার নতুন কোনো ব্রাইডাল ফটোশুটের অংশ। তবে সত্যিকারের বিয়ে হোক কিংবা ফটোশুট—ভক্তদের হৃদয়ে ফারিয়া যে বরাবরের মতোই জায়গা করে নিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন