মধ্যরাতে ঢাকার মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি নিয়ে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াট টিম মোতায়েন করা হয়েছে।
ডিএমপির সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) রাতের কোনো নির্দিষ্ট হুমকি বা পরিস্থিতি সাপেক্ষে মার্কিন দূতাবাসে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম এবং সোয়াট টিমের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন।
গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ সাংবাদিকদের বলেন, “এটি আমাদের রুটিন ডিউটি। মাঝে মাঝে দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়। এখানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন রয়েছে। আমিও সরাসরি দূতাবাসের সামনে অবস্থান করছি।” তিনি জানান, নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে এমন আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার হুমকি ও নিরাপত্তা শঙ্কা তুলে ধরায় ডিএমপিকে এ সংক্রান্ত ব্যবস্থা নিতে বলা হয়। এরপর পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ), ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সোয়াট টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন।