Ridge Bangla

মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী মাছ বাজার সংলগ্ন শাহাবুদ্দিনের বাসায় ভাড়া থাকেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী তার এক বন্ধু শিক্ষার্থীকে বিষয়টি জানান। এরপর কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে দারোয়ানকে ধরার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অপরদিকে শিক্ষার্থীরাও চবির সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চবির মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহতদের মধ্যে বেশির ভাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় থাকা শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রো-রেক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই সংঘর্ষ বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন