বলিউড ও টালিউডের জনপ্রিয় গায়ক শান্তনু মুখোপাধ্যায়, যিনি শান নামে পরিচিত, তার ২৫ বছর ক্যারিয়ার উদযাপনে শুক্রবার (১০ অক্টোবর) কলকাতার মঞ্চ মাতান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, যিনি নিজের নতুন সিনেমার প্রচারের জন্য মঞ্চে আসেন।
মঞ্চে উপস্থিতি উপলক্ষে শুভশ্রী শানকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তে শান চলে যান পুরোনো স্মৃতির পটভূমিতে। তিনি বলেন, “দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না।” শুভশ্রী সাড়া দিয়ে বলেন, “হ্যাঁ, মনে আছে। গানটা ছিল ‘দেখেছি তোমাকে শ্রাবণে’।”
এরপর শান গানটি শুরু করেন এবং শুভশ্রী স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে গলা মেলান। মঞ্চে উপস্থিত দর্শকরা তখন ভাসছিলেন দেব-শুভশ্রীর পুরনো স্মৃতিতে। গানটি প্রথমবার জুটি হিসেবে উপস্থাপন করা হয়েছিল সিনেমা ‘চ্যালেঞ্জ’-এ, যা তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। শানের মধ্য দিয়ে সেই স্মৃতি আবারও দর্শকমহলে উজ্জীবিত হয়।
উল্লেখ্য, ব্যক্তিজীবনে একসময় শুভশ্রী ও দেব প্রেমের সম্পর্কে ছিলেন। তবে অজানা কারণে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। পরে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে দেবের সঙ্গে বর্তমানে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর।