ভারতের হিমাচল প্রদেশে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ৭০ বছর বয়সী বরেণ্য মঞ্চ অভিনেতা অমরেশ মহাজন মঞ্চে অভিনয় করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চাম্বা চৌগানে অনুষ্ঠিত রামলীলা মঞ্চায়নে তিনি রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন। ডায়লগের মাঝপথে হঠাৎ বাঁদিকে হেলে পড়েন এবং পাশের সহ-অভিনেতার কাঁধে ঢলে যান। প্রথমে উপস্থিত দর্শক ও সহঅভিনেতারা ভাবেন, এটি অভিনয়েরই অংশ। কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারেন, অভিনেতার অবস্থার গুরুতর সমস্যা দেখা দিয়েছে। শ্রী রামলীলা ক্লাব চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, “মঞ্চেই উনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।”
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। মঞ্চে উপস্থিত দর্শকরা তৎক্ষণাৎ চিকিৎসার জন্য চেষ্টা করেন, কিন্তু জীবন রক্ষা সম্ভব হয়নি।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, “মঞ্চে যা তিনি দিয়েছিলেন তা চিরস্মরণীয়। তাঁর অবদান কখনও ভুলে যাওয়া যাবে না।” অমরেশ মহাজন দীর্ঘদিন ধরে মঞ্চ ও নাট্য জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলা ও হিন্দি নাটকে বিশেষ পরিচিত ছিলেন এবং বহু প্রজন্মের দর্শক তাঁর অভিনয় প্রশংসা করেছেন। মঞ্চ এবং নাট্যপ্রেমীদের মধ্যে তাঁর এই আকস্মিক প্রয়াণ শোকের সাগর সৃষ্টি করেছে।