ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার (২১ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সংঘর্ষের পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ধ্যা পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আহত অন্তত ১৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৭০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের শরীরের ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
সরকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।