Ridge Bangla

ভোলার তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৯টি আড়ৎ

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৯টি মাছের আড়ৎ, দোকানঘর ও একটি বরফ কারখানার অংশ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ মাছঘাট এলাকা থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও আড়তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে মরিয়া হয়ে চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও দোকান মালিক মো. কামাল উদ্দিন বলেন, “ভোরে খবর পাই মাছঘাটে আগুন লেগেছে। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসনের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে।”

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান জানান, “ভোর ৫টা ৮ মিনিটে খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন