Ridge Bangla

ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে নির্যাতন, স্ত্রীকে গণধর্ষণ: আরও দুই আসামি গ্রেপ্তার

ধর্ষণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) গভীর রাতে বোরহানউদ্দিন ও হাতিয়া উপজেলা থেকে মূল অভিযুক্ত মো. আলাউদ্দিন ও মো. ফরিদ উদ্দিনকে আটক করা হয়। এ নিয়ে মামলার সাত আসামির মধ্যে চারজন পুলিশের হেফাজতে রয়েছে।

এর আগে ঝর্ণা বেগম ও মানিককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।”

পুলিশ সূত্র জানায়, ফরিদ উদ্দিন ছিলেন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি। ঘটনার পর তাদের দুইজনকেই রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ জুন রাতে উপজেলার এক বাড়িতে চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। নির্যাতিতা নারী পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ, আতঙ্ক এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন