সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালায়।
ওই অভিযানেই পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আনোয়ারুল হাবিব ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০০-২০০০ জনকে আসামি করা হয়।
জানা গেছে, গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই দীর্ঘদিন ধরে ধলাই নদীর তীরবর্তী ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন হচ্ছিল। বিশেষ করে গত কয়েক সপ্তাহে তা বেড়ে যায় বহুগুণ এবং কোটি কোটি টাকার পাথর লুট হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়, যা এখনো চলমান। এ পর্যন্ত প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেরত দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে।