সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে চুরি হওয়া সব সাদাপাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেরত আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নামের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী দাখিল করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
রিটে দাবি করা হয়, সাদাপাথর লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভোলাগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে কেন রুল জারি করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রিটে আরও উল্লেখ করা হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বিপুল পরিমাণ সাদাপাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের নজরে থাকার পরও প্রকাশ্য দিবালোকে এসব পাথর তুলে নেওয়া হয়েছে, যা পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের জন্য বড় হুমকি।
আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে চুরি যাওয়া সব পাথর পুনরায় ভোলাগঞ্জের নির্ধারিত স্থানে ফিরিয়ে রাখতে হবে। একই সঙ্গে ঘটনায় সম্পৃক্ত সব ব্যক্তির তালিকা তৈরি করে আদালতে দাখিল করতে হবে।
হাইকোর্টের এই আদেশের ফলে ভোলাগঞ্জের প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।