Ridge Bangla

ভোটার তালিকা হালনাগাদে মৃত ভোটারের সংখ্যা ২১ লাখ: সিইসি

ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, এর মধ্যে বেশিরভাগই পূর্ববর্তী নির্বাচনে ভোট প্রদান করেছিলেন।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি বলেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকাও অপরিহার্য।

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি ও সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী এবার ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন সিইসি।

মতবিনিময় সভায় তিনি গণমাধ্যমকে নির্বাচনকেন্দ্রিক ভুয়া তথ্য ও এআই-এর অপব্যবহার রোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। দিনব্যাপী এ সংলাপে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন। আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন