Ridge Bangla

ভোজ্যতেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব

আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে এসব ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ১,২০০ ডলার ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম ১৮-২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই তারা স্থানীয় বাজারেও দাম সমন্বয় করার প্রস্তাব দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ব্যবসায়ীদের প্রস্তাবিত ১০ টাকা লিটারভিত্তিক বৃদ্ধির পরিমাণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই প্রস্তাব পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, “বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক দামের তুলনায় বেশি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি যাচাই ও পর্যালোচনা করছি। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এভাবে দাম বৃদ্ধির প্রস্তাব এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রেক্ষাপটে আগামী কয়েকদিনে ভোজ্যতেলের দাম নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন