Ridge Bangla

ভূমিকম্পে ধুঁকছে মিয়ানমার

শুক্রবার (২৮ মার্চ) এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। ভূমিকম্পের পর দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। ক্ষমতাসীন সরকার এতদিন নানাভাবে নিষ্পেষণের মধ্যে দিয়ে গেলেও ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। বিষয়টি জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।

খবরে প্রকাশ, মিয়ানমারের মধ্যাঞ্চলে আজ শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাজধানী নাইপেদুর একটি হাসপাতালে আহতদের দেখতে যান। তখন জান্তা সরকারের মুখপাত্র জাউ মিন তুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কেই যত দ্রুত সম্ভব মানবিক সহায়তা পাঠানোর জন্য সবিনয় আবেদন করছি।”

আরো পড়ুন