ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুকে বহু ভুয়া প্রোফাইল ও পেজ চালু রয়েছে, যেগুলোর মধ্যে একটি পেজ ‘ভেরিফায়েড’ বলেও দেখা গেছে—কিন্তু সেটি তার নয়। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা।
শাবনূর বলেন, “আমি অনেক আগে ফেসবুক ব্যবহার করতাম না। সেই সুযোগে আমার নামে অসংখ্য ভুয়া প্রোফাইল ও পেজ তৈরি করা হয়। যিনি বা যারা আমার নামে ভেরিফায়েড পেজ চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য যে ভালো নয় তা নিশ্চিত।”
ভক্তদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, “আমার কোনো শত্রু নেই, সবাইকে ভালোবাসি। কিন্তু যারা এসব করছে, তারা আমার ভক্তদের বিভ্রান্ত করছে এবং ঠকাচ্ছে। আমি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।”
তিনি জানান, ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থাও নেওয়ার প্রস্তুতি চলছে। তার ভাষায়, “আমি আপনাদের ভালোবাসার শাবনূর। কেউ যেন এই ভালোবাসা নিয়ে খেলা না করে। যারা এমন কাজ করছে, তাদের প্রতিহত করা জরুরি।”
অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন বসবাস করা শাবনূর সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তার ভক্তরা সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার আপডেট খোঁজেন। তাই এমন ঘটনায় বিভ্রান্তি ছড়ানোয় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
শেষে শাবনূর বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি বেঁচে আছি। আশা করি, সত্যটাই জয়ী হবে।”