Ridge Bangla

ভুয়া দূতাবাস চালিয়ে ধরা খেল এক ভারতীয়

ভারতে পুলিশ ভুয়া দূতাবাস পরিচালনার দায়ে রাজধানী নয়া দিল্লি থেকে এক ভারতীয়কে গ্রেফতার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি কার্যক্রম পরিচালনা করতে রাজধানীর এক ভাড়া বাসা ব্যবহার করতেন এবং গাড়িতে ভুয়া কূটনৈতিক নামফলকও লাগিয়েছিলেন।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিশেষ টাস্ক ফোর্সের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুশীল ঘুলে জানান, সন্দেহভাজন ব্যক্তি রাষ্ট্রদূতের ছদ্মবেশে বিদেশে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।

পুলিশের তথ্যমতে, ৪৭ বছর বয়সী অভিযুক্ত হর্ষবর্ধন জৈন নিজেকে “সেবোর্গা” বা “ওয়েস্টার্টাক্টিকা” নামক তথাকথিত প্রতিষ্ঠানের উপদেষ্টা বা রাষ্ট্রদূত হিসেবে দাবি করতেন।

জৈনের বাসা থেকে পুলিশ বিশ্ব নেতাদের সঙ্গে তার একাধিক জাল ছবি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রায় ৩০টি দেশের জাল সিল উদ্ধার করেছে। এছাড়াও জাল কূটনৈতিক প্লেট সম্বলিত চারটি গাড়ি, প্রায় ৪.৫ মিলিয়ন ভারতীয় রুপি ও বিভিন্ন দেশের নগদ বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

আরো পড়ুন