Ridge Bangla

ভিন্ন কিছু খোঁজেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা

মিউজিক ভিডিও মডেল হিসেবে বিনোদনজগতে যাত্রা শুরু করেছিলেন দিব্যা খোসলা। তবে মডেল, অভিনেত্রী, পরিচালক বা প্রযোজক—সব ভূমিকাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বর্তমানে তিনি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন এবং প্রতিটি ছবিতে নতুন কিছু প্রদর্শনের চেষ্টা করছেন। সেই ধারার সাম্প্রতিক সংযোজন হলো উমেশ শুক্লা পরিচালিত ছবিতে তার অভিনীত চরিত্র, যেখানে তিনি এক চতুর, প্রতারক ও লোভী নারীর ভূমিকায় রয়েছেন। উল্লেখযোগ্য, তেলেগু ছবি ‘লাভ টুডে’ দিয়েও তিনি ভারতীয় বিনোদনদুনিয়ায় পরিচিতি পেয়েছেন এবং তিনি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী।

ভারতীয় গণমাধ্যম অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, চরিত্রটি দুই বিপরীতমুখী সত্তার সমন্বয়, যা পুরোপুরি ভালো বা খারাপ নয়। বিশেষ করে লক্ষ্ণৌর বস্তিবাসীর ভাষা আয়ত্ত করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে চরিত্রের ভেতরের জটিলতা এবং ভাষা আয়ত্ত করার অভিজ্ঞতাকে তিনি দারুণ মনে করেছেন।

ছবির গল্পের বিষয়বস্তুও সময়োপযোগী। দিব্যা বলেন, “প্রযুক্তির অপব্যবহার আজকাল প্রায় প্রতিদিনই ঘটছে। ছবিটিতে এই বিষয় ফুটে উঠেছে, যা দর্শকরা সহজেই নিজেদের সঙ্গে মেলাতে পারবেন।”

তিনি জানান, চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে সবসময় ভিন্ন কিছু খোঁজেন। গুণগত মানকে সংখ্যা ভর্তুকির চেয়ে বেশি মূল্য দেন তিনি। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের প্রতি এখন তিনি তেমন মনোযোগ দিচ্ছেন না। আগামীতে তাকে তেলেগু ছবি ‘জটাধরা’তে দেখা যাবে। এজন্য তিনি তেলেগু ভাষা শিখেছেন এবং নিজেই ডাবিং করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন