‘মাটির মেয়ে’ শিরোনাম শুনলেই যেন মনে পড়ে মাটির ঘ্রাণ, গ্রামীণ জীবন আর এক সহজ-সরল নারীর করুণ বাস্তবতা। এমনই এক আবহমান বাংলার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মাটির মেয়ে’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শায়লা সাথী।
নাটকটি নির্মাণ করেছেন আর্থিক সজীব। তিনি জানান, একটি মফস্বল এলাকার সহজ-সরল মেয়ের জীবনের ঘাত-প্রতিঘাত, বঞ্চনা ও সহ্যশক্তির কাহিনি তুলে ধরাই ছিল নাটকের মূল উদ্দেশ্য। নির্মাতার ভাষায়, “এই গল্পটা সিনেমাটিক হলেও বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। এখানে একজন মাটির মেয়ের সহজ অথচ কঠিন জীবন তুলে ধরেছি, যেখানে সাথী অভিনয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে।”
‘মাটির মেয়ে’তে দেখা যায়, গ্রামের এক নিরীহ ও সরল মেয়েকে কীভাবে বারবার পরিস্থিতি শোষণ করে, তাকে কষ্ট দেয়, অথচ সে সব সহ্য করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। এই চরিত্রে শায়লা সাথীর অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
নাট্যজগতে কয়েক বছর ধরে কাজ করলেও এই নাটকটিকে সাথীর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শায়লা সাথী পেশাদার অভিনয়ের বাইরে নাট্যচর্চার শিক্ষা নিয়েই এগিয়ে যাচ্ছেন। নাটকে তার সংলাপের গভীরতা, চোখের ভাষা ও আবেগের প্রকাশ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
নাটকটি সম্প্রতি ‘প্রিয়ন্তি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং মাত্র দুই দিনের মধ্যেই এটি তিন মিলিয়নের বেশি ভিউ অর্জন করে। দর্শকদের মন্তব্য ঘরে ভরে উঠেছে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়ায়।
শায়লা সাথী ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তামিম, তুহিন চৌধুরী, সাবেরী আলম, সূচনা শিকদারসহ একঝাঁক গুণী শিল্পী। সব মিলিয়ে ‘মাটির মেয়ে’ একটি ভিন্ন স্বাদের নাটক হিসেবে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।